বালিহৃদয় 
বানান বিশ্লেষণ: ব্+আ+
ল্+ই+হ্+ঋ+দ্+য়্+অ
উচ্চারণ: [ba.liə.i.əê.ə] [বা.লি. rhi.য়্.অ ]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বাল>বাংলা বালি (ই প্রত্যয় (স্ত্রীলিঙ্গে) + সংস্কৃত হৃদয়>বাংলা হৃদয়।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

বালি {বাল {বল্ (ধারণ করা) +অ (ণ), কর্তৃবাচ্য} +ই
+
হৃদ্ {হৃ (হরণ করা) +ক্বিপ্=হৃ>হৃদ}+অয় (কয়ন)

পদ: বিশেষ্য।
অর্থ: মানুষের অল্পবয়ষ্ক কন্যা সন্তান, বালিকা।
উদাহরণ: বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।১০]