বঙ্কিম
বানান বিশ্লেষণ: ব্+অ+ঙ্+ক্+ই+ম্+অ
উচ্চারণ: [ŋ.k
i.mə] [বঙ্.কি.ম]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বক্রিমন্>প্রাকৃত বংকিম>বাংলা বঙ্কিম।
পদ: বিশেষণ।
অর্থ: বাঁকা, বক্র।
উদাহরণ: পীতবাস তুঁহু কথি রে ছোড়লি,     কথি সো বঙ্কিম হাসি   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১২]