বনপথ
বানান বিশ্লেষণ:
ব্+অ+ন্+অ+প্+অ+থ্+অ
উচ্চারণ: [bə.nə
বন
{√বন
(সেবা করা) অ (ঘ), কর্মবাচ্য}
+পথ {√পথ
(গতি) +অ (ঘঞর্থে ক), করণবাচ্য}
বনের পথ/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
বনের পথ, অরণ্যপথ।
বনপথপানে (বনপথের অভিমুখে)
উদাহরণ: তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা— [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৫]