বারি
বানান বিশ্লেষণ:
ব্+আ+র্+ই
উচ্চারণ:
[ba.ri]
[বা.রি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত বারি>বাংলা বারি
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√বারি
{√বৃ
(আবরিত করা, বারণ করা) + ই (ণিচ)}
+ই (ইঞ্), কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য।
অর্থ:
তৃষ্ণা নিবারণ করে, এই অর্থ- তৃষ্ণাবারক। বিশিষ্টার্থে- জল, সলিল, পানি।
উদাহরণ:
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনাবারি [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৩]
নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।৬]