বাঁশি
বানান বিশ্লেষণ:
ব্+আ+ঁ+শ্+ই
উচ্চারণ: [bã.ʃi]
[বাঁ.শি]।
শব্দ-উৎস:
সংস্কৃত বংশী>বাংলা বাঁশি
পদ:
বিশেষ্য।
অর্থ:
বংশী, বাঁশরি
উদাহরণ:
-
ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৮]
-
কৈস মিটাওসি প্রেমপিপাসা,কঁহা বজাওসি বাঁশি [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১১]
-
চমকি গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।৯]
-
দারুণ বাঁশি কাহ
বজায়ত সকরুণ রাধা নাম।
[গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৮]
- শুন সখি, বাজই বাঁশি [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।১]