বাসনা-বাস
বানান
বিশ্লেষণ:
ব্+আ+স্+অ+ন্+আ-ব্+আ+স্+অ
শব্দ-উৎস:সংস্কৃত
বাসনা>বাংলা বাসনা +সংস্কৃত বাস>বাংলা বাস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বাসনা {√বাস্
(সুরভীকরণ) +অন (যুচ্),
ভাববাচ্য +
আ (টাপ্)}
+ বাস {√বাস্
(সুরভীকরণ) +অন}
বাসনা-বাস {বাসনার বাস/ষষ্ঠী তৎপুরুষ সমাস।}
পদ: বিশেষ্য
অর্থ:
সুগন্ধীকরণের দ্বারা সৃষ্ট বাস (গন্ধ)।
বাসনার-বাসে (বাসনা-বাস+এ)। সুগন্ধীকরণের দ্বারা সৃষ্ট গন্ধে।
উদাহরণ:
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্ল
বাসনা-বাসে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১]