বাঁশরি
বানান বিশ্লেষণ:
ব্+আ+ঁ+শ্+অ+র্+ই
উচ্চারণ: [bã.ʃə.ri]
[বাঁ.শ.রি]। [ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত বংশ- বংশী>মৈথিলি বাঁসুলী>বাংলা বাঁশরি
পদ:
বিশেষ্য।
অর্থ:
বংশী, বাঁশরি।
উদাহরণ:
কহল, সজনি শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৭]
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারই নাম [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৮]
চাহি শূন্য-'পর কহে করুণস্বর— বাজে রে বাঁশরি বাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৮]
বাঁশরিবাদন
বাঁশরির বাদন/ষষ্ঠী তৎপুরুষ
অর্থ: বাঁশির বাজনা
রিঝ-মন-ভেদন বাঁশরিবাদন [গীতবিতান। ভানুসিংহ ঠাকুরের পদাবলি। ১০।৪]