ব্যাকুল
বানান বিশ্লেষণ: ব্+য্+আ+ক্+উ+ল্+অ
উচ্চারণ: [.ku.] [ব্যা+কু.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ব্যাকুল>বাংলা ব্যাকুল +আ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-আ- কুল্ (কুল্ (মৈত্রীকরণ) +অ (ক), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ।
অর্থ: বিশেষভাবে আকুল, বিহ্বল, কাতর।
উদাহরণ: তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা— [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৫]