বেলি
বানান বিশ্লেষণ: ব্+এ+ল্+ই
উচ্চারণ: [be.li] [বে.লি]।   
শব্দ-উৎস: সংস্কৃত বল্লি>প্রাকৃত বেল্লি>বাংলা বেলি।
পদ: বিশেষ্য।
অর্থ: বেলফুল বা তার গাছ
উদাহরণ:  মল্লিকা চমেলি বেলি  কুসুম তুলহ বালিকা,  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৯]