বিহ্বল
বানান বিশ্লেষণ: ব্+ই+হ্+ব্+
অ+ল্+অ
উচ্চারণ: [bio.və.] [বিও.v.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বিহ্বল>বাংলা  বিহ্বল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-হ্বল্ (বিহ্বলীভাব) +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: মোহের দ্বারা সৃষ্ট মনের বিচলিত দশা।

সমার্থক শব্দাবলি: বিবশ, বিচলিত, ব্যাকুল
উদাহরণ: