বিহগসুরবসার
বানান
বিশ্লেষণ:
ব্+ই+হ্+অ+গ্+অ+স্+উ+র্+উ+ব্+অ+স্+আ+র্+অ
উচ্চারণ: [bi.ɦə.gə.su.rə.bə.sa.rə]
[বি.হ.গ.সা.র+ব.সা.র]।
শব্দ-উৎস:
সংস্কৃত বিহগ>বাংলা বিহগ +সংস্কৃত সুরব>বাংলা সুরব+ সংস্কৃত সার>বাংলা সার
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বিহগ {বিহায়স্-
√গম
(গমন করা) + অ (ড), কর্তৃবাচ্য }
+সুরব {সু-
√রু
(শব্দ)+ অ (অপ্), ভাববাচ্য}
+সার {√সৃ
(সৃজন) + অ (ঘঞ্), কর্তৃবাচ্য}
বিহগ (পাখি) + সুরব (সুনন্দিত কূজন) +সার (সুধা, অমৃত)।
পদ:
বিশেষ্য
অর্থ:
পাখির অমৃততুল্য সুনন্দিত কূজন।
উদাহরণ:
ঢালে কুসুম সুরভভার, ঢালে বিহগসুরবসার
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।৫]