বিলুণ্ঠিত
বানান
বিশ্লেষণ:
ব্+ই+ল্+উ+ণ্+ঠ্+ই+ত্+অ
উচ্চারণ: [bi.lun.ʈʰi t̪o]
[লুন্.ঠি.তো]।
শব্দ-উৎস:
সংস্কৃত
বিলুণ্ঠিত>বাংলা বিলুণ্ঠিত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: বি-Öলুণ্ঠ্
(পতন)+
ত
(ক্ত),
কর্তৃবাচ্য}
পদ:
বিশেষণ
অর্থ:
বিশেষভাবে
কোন কিছুর অভিঘাতে লুটিয়ে পড়েছে এমন দশা।
সমার্থক শব্দাবলী: বিশেষভাবে পতিত
উদাহরণ:
উরহি বিলুণ্ঠিত
শিথিল চিকুর মম বাঁধহ চম্পকমাল।
[গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১০]