বিপুল
বানান
বিশ্লেষণ:
ব্+ই+প্+উ+ল্+অ
উচ্চারণ: [bi.pu.lə]
[বি.পু.ল]।
শব্দ-উৎস:
সংস্কৃত বিপুল>বাংলা বিপুল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বি-√পুল্
(বিশালতা) +অ
(ক), কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ।
অর্থ:
প্রচুর, পর্যাপ্ত
উদাহরণ:
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।১০]