বিরহব্যাকুলা
বানান বিশ্লেষণ: ব্+ই+র্+অ+হ্+অ+ব্+য্+আ+ক্+উ+ল্+আ
উচ্চারণ: [bi..ɦə..ku.la] [বি.র.হ+ব্যা+কু.লা]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বিরহ>বাংলা  বিরহ +সংস্কৃত ব্যাকুল>বাংলা ব্যাকুল +আ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ।
অর্থ: বিরহজনিত কারণে ব্যকুল যে নারী।
উদাহরণ: ঝটিতি আও তুঁহু হমারি সাথে,     বিরহব্যাকুলা বালা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৬]