বিরহবিষণ্ন
বানান বিশ্লেষণ: ব্+ই+র্+অ+হ্+অ+ব্+ই+ষ্+অ+ণ্+ন্+অ
উচ্চারণ: [bi..ɦə.bi.sən.nə] [বি.র.হ.বি.শন্.নো]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বিরহ>বাংলা  বিরহ +সংস্কৃত বিষণ্ন>বাংলা বিষণ্ন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ।
অর্থ: বিরহজনিত কারণে কাতর
উদাহরণ: কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ন[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।২]