বিরহ
বানান বিশ্লেষণ:
ব্+ই+র্+অ+হ্+অ
উচ্চারণ: [bi.rə.ɦə]
[বি.র.হ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত বিরহ>বাংলা বিরহ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বি-√রহ্
(ত্যাগ করা) +অ
(অচ্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
শৃঙ্গাররসে বিপ্রলম্ভ দশায় নায়ক বা নায়িকার অনুপস্থিতির কারণে মনে সৃষ্ট কাতর
অবস্থা।
উদাহরণ:
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর ।
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।২]