বিরহবিধুর
বানান বিশ্লেষণ: ব্+ই+র্+অ+হ্+অ
উচ্চারণ: [bi.rə.ɦə-bi.ʰu.rə] [বি.র.হ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বিরহ>বাংলা  বিরহ +সংস্কৃত বিধুর>বাংলা বিধুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: বিরহজনিত কারণে বিবশ বা বিকল।
উদাহরণ: