বিসরি
বানান বিশ্লেষণ: ব্+ই+স্+অ+র্+ই+ত্+র্+আ+স্+অ
উচ্চারণ: [bi.sə.ri.ra.sə] [বি.স্.রি.ত্রা.স]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বি- স্মৃ (স্মরণ করা)>মৈথিলি বিসর>বাংলা বিসর্>বিসরি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বিসর (বিস্মরণ করা) + ই।
পদ: অসমাপিকা ক্রিয়াপদ।
অর্থ: বিস্মৃত হয়ে, বিসর্জন দিয়ে।
উদাহরণ: বিসরি ত্রাস-লোকলাজে  সজনি, আও আও লো [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮। ২]