বহই
বানান বিশ্লেষণ: ব্+অ+হ্+অ+ই
উচ্চারণ: [.ɦ
ə.i] [ব.হ.ই]।   [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল
Ö >প্রাকৃত Öহ>বাংলা Öহ>বহই
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öহ্ (প্রবাহিত হওয়া) +ই
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান কাল)
অর্থ:
বয়ে যায়, প্রবাহিত হয়
উদাহরণ: মরমে বহই বসন্তসমীরণ,  মরমে ফুটই ফুল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৫]