বৈঠত
বানান বিশ্লেষণ: ব্+ঐ+ঠ্+অ+ত্+অ
উচ্চারণ: [bəi.ʈʰə.ə] [বে.লি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত উপবিষ্ট>প্রাকৃত উইট্‌ঠ>বাংলা বইট্‌ঠ>বইঠ>বৈঠ (উপবিষ্ট)>Öবৈঠ্ (নামধাতু)>বৈঠত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öবৈঠ্ (উপবিষ্ঠ) +অত
পদ: ক্রিয়া (অসমাপিকা)।
অর্থ:
বসিয়া, বসে
উদাহরণ: একলি নিরল বিরল 'পর বৈঠত      নিরখত যমুনা-পান   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৩]