বজাও
বানান বিশ্লেষণ:
ব্+অ+জ্+আ+ও
উচ্চারণ:
[bə.jao]
[ব.জাও] [ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কত
বাদ্য>প্রাকৃত বজ্জ>মৈথিলি ক্রিয়ামূল
√বজা>বজাও
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√বজা
(বাদন)+ও।
পদ:
ক্রিয়াপদ (আদেশ, অনুরোধ ইত্যাদি অর্থে অনুজ্ঞাবাচক)।
অর্থ:
বাদিত করো, বাজাও।
উদাহরণ:
বজাও রে মোহন বাঁশি। [গীতবিতান। ভানুসিংহ ঠাকুরের পদাবলি। ১০।১]