বজাওলি
বানান বিশ্লেষণ: ব্+অ+জ্+আ+ও+
ল্+ই
উচ্চারণ: [.ɟa.o.li] [ব.জা.ও.লি]।   [ə= তীর্যক অ। আ এবং ও ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত বাদ্য>
প্রাকৃত বজ্জ>বাজ>বাংলা বজা>বজাওলি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বজা (বাদন) +ওলি
পদ:
ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ:
বাজালি, বাদিত করলি
উদাহরণ:
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ-'পর  মুরলি বজাওলি না ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৪]