বজায়ত
বানান বিশ্লেষণ: ব্+অ+জ্+আ+য়্+অ+ত্+অ
উচ্চারণ:
[.ɟa.o.ə] [ব.জা.ও.ত]।   [ə= তীর্যক অ। আ এবং ও ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
প্রাকৃত বজ্জ>বাজ>বাংলা বজা>বজাওত>বজায়ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বজা (বাদন) +ওত
পদ: ক্রিয়া (ঘটমান বর্তমান কাল
অর্থ: বাজাইতেছে, বাজাচ্ছে।
উদাহরণ:
দারুণ বাঁশি কাহ বজায়ত সকরুণ রাধা নাম। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৮]