বোলই
বানান বিশ্লেষণ: ব্+ও+ল্+অ+ই
উচ্চারণ:
[bo.ɦə.i]
[বো.ল.ই]
[ə=
তীর্যক অ। ল ধ্বনির পরে
অ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল
Öবদ
>প্রাকৃত Öবোল্ল>মৈথিলি Öবোল
Öবোল্>বোলই
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öবল্
(রব করা) +অই।
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)।
অর্থ: বোল শব্দের
ভাবগত অর্থ হলো- রব করা, ডাকা। এই ক্রিয়ামূলটি বাংলাভাষায় বিভিন্ন ভাবগত অর্থে
ব্যবহৃত হয়েছে। ভানুসিংহ ঠাকুরের পদাবলীতেও রব করা বা ডাকা অর্থে ব্যবহৃত
হয়েছে। অই প্রত্যয় যুক্ত হয়ে এই ক্রিয়াপদের অর্থ হয়- ডাকে।
উদাহরণ:
মরমকুঞ্জ-পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১০-১১]