বনমালা
বানান বিশ্লেষণ: ব্+অ+ন্+অ+ম্+আ+ল্+আ
উচ্চারণ: [..ma.la] [ব..মা.লা]।   [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত বন>বাংলা বন+ সংস্কৃত মালা>বাংলা মালা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: বনপুষ্পের মালা।
উদাহরণ: কনকহার অব পহিরলি কণ্ঠে,     কথি ফেকলি বনমালা !  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতমালা) ৪।১৩]