বরখত
বানান বিশ্লেষণ: ব্+অ+র্+অ+খ্+অ+ত্+অ
উচ্চারণ: [..kʰə.ə] [ব.র.খ.ত]।   [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত বর্ষ>বাংলা বরষ (স্বরাগম)>বরখ (বৈষ্ণব সাহিত্য)>Öবরখ্ (নামধাতু)>বরখত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öবরখ্ (বর্ষণ)+ অত
পদ: িয়া (ঘটমান বর্তমান)
অর্থ:
  রিকার 'আষাঢ় ১২৯১' সংখ্যায় (পৃষ্ঠা ১৩৫) এই অব্দের অর্থ দেওয়া হয়েছে 'বর্ষি্ছে'। অর্থাৎ বর্ষণ হইতেছে।
উদাহরণ: