বসন্তসমীরশ্বাস
বানান বিশ্লেষণ:
ব্+অ+স্+অ+ন্+ত্+অ-স্+অ+ম্+ঈ+র্+অ+শ্+ব্+আ+স্+অ
উচ্চারণ:
bə.sən.t̪ə-sə.mi.rə.nə.ʃas
[ব.সন্.ত-স.মি.র.শা.স।
ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
বসন্ত
>বাংলা
বসন্ত +সংস্কৃত সমীর>বাংলা সমীর +সংস্কৃত শ্বাস>বাংলা শ্বাস।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বসন্ত {Öবস্
(বাস করা) +অন্ত
(ঋচ্), অধিকরণবাচ্য}
+সমীরণ {সম্ +Öঈর
(প্রেরণ করা)
+ অ(অচ্)
+ শ্বাস (Öশ্বস
(শ্বাসক্রিয়া)
+অ (ঘঞ্), ভাববাচ্য}
বসন্তসমীর (বসন্তের সমীর/ষষ্ঠী তৎপুরুষ সমাস) রূপ শ্বাস/রূপক কর্মধারয় সমাস।
অর্থ:
বসন্তের বাতাসের অনুরূপ শ্বাস, বসন্তকালের প্রবাহিত বাতাস।বসন্তসমীরশ্বাসে= বসন্তসমীরশ্বাস+এ
অর্থ: বসন্তসমীরশ্বাস দ্বারা।
উদাহরণ:
ভানু কহত, অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।২০-২১]