বসন্তসমীরশ্বাস
বানান বিশ্লেষণ: ব্++স্+অ+ন্+ত্+অ-স্+অ+ম্+ঈ+র্+অ+শ্+ব্+আ+স্+অ
উচ্চারণ:
bə.n.
ə-.mi.rə.nə.ʃas [ব.সন্.ত-স.মি.র.শা.স।  ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত বসন্ত >বাংলা বসন্ত +সংস্কৃত সমীর>বাংলা সমীর +সংস্কৃত শ্বাস>বাংলা শ্বাস।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: বসন্তের বাতাসের অনুরূপ শ্বাস, বসন্তকালের প্রবাহিত বাতাস।