বসন্তসমীরণ
বানান বিশ্লেষণ: ব্++স্+অ+ন্+ত্+অ-স্+অ+ম্+ঈ+র্+অ+ণ্+অ
উচ্চারণ:
bə.n.
ə-.mi.rə.nə [ব.সন্.ত-স.মি.র.ন।  ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বসন্ত)>বাংলা বসন্ত+ সংস্কৃত সমীরণ>বাংলা সমীরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য  
অর্থ:
বসন্তঋতুর বাতাস।
বৈষ্ণবপদাবলীতে বসন্তকে অনেক সময়ই যৌবনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনো কোনো বসন্তের উভয় অর্থকে উপস্থাপিত করে। ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে এই শব্দের দ্বৈর্থ রূপ পাওয়া যায়। এই উভয় অর্থের বিচারে বসন্তসমীরণ হতে পারে বসন্তের প্রবাহিত বাতাস কিম্বা যৌবনের প্রবহমান অনুভূতি।
উদাহরণ:
 মরমে বহই বসন্তসমীরণ,  মরমে ফুটই ফুল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৮-৯]