বয়ানক
বানান বিশ্লেষণ: ব্+অ+য়্+আ+ন্+অ+ক্+অ
উচ্চারণ: [.a..] [বয়্.আ.ন.ক]।   [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত বয়ন>বাংলা বয়ন, বয়ান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বয়ান (মুখ) +ক (সম্বন্ধবাচক)
পদ: বিশেষ্য
অর্থ: মুখের, মুখমণ্ডলের

উদাহরণ:
লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।৫]