বৃথা
বানান বিশ্লেষণ: ব্+ঋ+থ্+আ
উচ্চারণ: [bri.ʰa] [ৃ.থা]। 
শব্দ-উৎস: সংস্কৃত বৃথা>বাংলা  বৃথা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বৃ (বারণ) +থাচ্।
পদ: অব্যয়।
অর্থ: যা করণকে বারণ (নঞর্থক) করে।
সমার্থক শব্দাবলি: নিরর্থক, নিষ্কারণ
উদাহরণ: ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]