বসন্তভূষণভূষিত
বানান বিশ্লেষণ:
ব্+অ+স্+অ+ন্+ত্+অ-ভ্+ঊ+ষ্+অ+ণ্+অ-ভ্+ঊ+ষ্+ই+ত্+অ
উচ্চারণ:
bə.sən.t̪ə.bʰu.ʃə.
বসন্ত {Öবস্
(বাস করা) +অন্ত
(ঋচ্), অধিকরণবাচ্য}
+ভূষণ {√ভূষ্
(মণ্ডন, ভূষণ) +অন (যুচ্),
কর্তৃবাচ্য}
ভূষিত {√ভূষ্
(মণ্ডন, ভূষণ) +ত (ক্ত), কর্মবাচ্য}।
বসন্তভূষণ {বসন্তের ভূষণ/ষষ্ঠী তৎপুরুষ}
বসন্তভূষণ
দ্বারা ভূষিত/তৃতীয়া তৎপুরুষ সমাস
পদ:
বিশেষণ।
অর্থ:
বসন্তের সজ্জা দ্বারা বিশেষভাবে সজ্জিত।
উদাহরণ:
বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে, দুখিনী রাধা, [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১৬-১৭]