বসন্ত
বানান বিশ্লেষণ:
ব্+অ+স্+অ+ন্+ত্+অ।
উচ্চারণ:
bə.sən.t̪ə
[ব.সন্.ত।
ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
বসন্ত>বাংলা
বসন্ত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öবস্
(বাস করা) +অন্ত
(ঋচ্),
অধিকরণবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ:
- ষড় ঋতুর একটি।
বাংলাদেশে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে এই ঋতু কল্পনা করা হয়েছে।
সমার্থক শব্দাবলি:
ঋতুরাজ, মধুমাস।
উদাহরণ: বসন্ত আওল রে [ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ১।১।]
ইংরেজি:
spring
- যৌবনের প্রতীক
রূপে দয়িত, প্রিয়, প্রেমিক।
উদাহরণ: হৃদিবসন্ত। কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,
হৃদিবসন্ত সো মাধা?
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১৮-১৯]