চাও
বানান বিশ্লেষণ: চ্+আ+ও
উচ্চারণ: [ca.o] [চা.ও]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল
Öচক্ষ্ (দেখা)>প্রাকত Öচক্‌খ>Öচাখ>বাংলা Öচাহ্, Öচা >ও।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öচা (তাকানো) +ও।
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ: তাকাও, অবলোকন কর, দেখ
উদাহরণ: মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬২]