ছাওল
বানান বিশ্লেষণ :
ছ্+আ+ও+ল্+অ।
উচ্চারণ:
cʰa.o.lo
(ছা-ও.লো)।
মধ্যযুগীয় এই বাংলা শব্দের ছা ধ্বনি দীর্ঘ হবে।
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√ছাদি-√ছাদয়>প্রাকৃত
√ছায়>বাংলা
√ছা>ওল।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√ছা
(আচ্ছাদিত করা)+ওল।
পদ: ক্রিয়াপদ (সাধারণ অতীত কাল)
অর্থ: আচ্ছদিত হইল।
সমার্থক শব্দাবলি: আবরিত হইল, ছাইল।
প্রাসঙ্গিক পাঠ: মধ্যযুগীয়
বৈষ্ণব সাহিত্যে এই শব্দটি বিরল। ধারণা করা হয়, মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্যের
অনুকরণে রবীন্দ্রনাথ এই শব্দটি তৈরি করেছিলেন। এই বিচারে এটি 'ভানুসিংহ
ঠাকুরের পদাবলী'র নিজস্ব শব্দ।
উদাহরণ: মধুকর গুন গুন, অমূয়ামঞ্জরী কানন ছাওল রে। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।২]