চারু
বানান বিশ্লেষণ:
চ্+আ+র্+উ
উচ্চারণ: [ca.ru]
[চা.রু]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
চারু>বাংলা চারু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öচর্
(আচরণ)
+ উ (ঞূণ্), কর্তৃবাচ্য।
পদ:
বিশেষণ।
অর্থ:
মনোহর, শোভন, অনিন্দ্য।
উদাহরণ:
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৩]