ছাও
বানান বিশ্লেষণ :
ছ্+আ+ও।
উচ্চারণ:
cʰa.o.
(ছা.ও)।
মধ্যযুগীয় এই বাংলা শব্দের ছা ধ্বনি দীর্ঘ হবে।
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√ছাদি-√ছাদয়>প্রাকৃত
√ছায়>বাংলা
√ছা>ও।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√ছা
(আচ্ছাদিত করা)+ও।
পদ: ক্রিয়াপদ (সাধারণ বর্তমান কাল)
অর্থ: আচ্ছদিত করে।
উদাহরণ:
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে
। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৬]