ছি ছি
বানান
বিশ্লেষণ:
ছ্+ই+ছ্+ই
উচ্চারণ: [cʰi.
cʰi]
[ছি.
ছি]।
শব্দ-উৎস:
সংস্কৃত ধিক ধিক>প্রাকৃত ছি ছি>বাংলা ছি ছি
পদ:
অব্যয়।
অর্থ:
ধিক্কার বা নিন্দায়, আত্মসমালোচনায় ব্যবহৃত ধ্বনি ছি। ছি ছি (দ্বিরুক্ত) ভাবের
আধিক্য প্রকাশে ব্যবহৃত হয়।
উদাহরণ:
মালতিমালা রাখহ বালা ছি ছি সখি মরু মরু লাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৬]
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে , ছি ছি কালা ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪, পঙ্ক্তি ১৫]