ছিল
বানান বিশ্লেষণ : ছ্+ই+ল্+অ।
উচ্চারণ:
cʰi.lə [ছি.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল Öঅস্ (হওয়া, থাকা)>পালি Öআচ্ছ, প্রাকৃত Öঅচ্ছ>বাংলাÖআছ>আছিল>ছিল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öআছ (থাকা)+ইল=আছিল> এর 'আ' ধ্বনির বিলোপে সৃষ্ট ক্রিয়াপদ ছিল।
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)

অর্থ: আছিল, যা অতীতে বিদ্যমান ছিল।
উদাহরণ: ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬৭]