ছোড়লি
বানান বিশ্লেষণ :
ছ্+ও+ড়্+অ+ল্+ই।
উচ্চারণ:
cʰo.ɽə.li
[ছো.ড়.লি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: দেশী ক্রিয়ামূল
√ছুড়্>√ছোড়্>ছোড়লি।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: ক্রিয়ামূল √ছোড়্
(ত্যাগ করা)+ অলি (সাধারণ অতীত)
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ:
ত্যাগ করলি, পরিত্যাগ করলি।
উদাহরণ:
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি,
কথি সো বঙ্কিম হাসি
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১২]