চিরদিন
বানান বিশ্লেষণ:
চ্+ই+র্+অ+দ্+ই+ন্+অ
উচ্চারণ: [ci.rə.d̪i.nə]
[চি.র.দি.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত চির>বাংলা চির+সংস্কৃত দিন>বাংলা দিন।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
চির {√চি (চয়ন করা) + র (রক্)} +দিন {√দো (ছেদন করা) +ইন (ইনচ্)}
চির যে দিন/কর্মধারয় সমাস।
পদ:
বিশেষ্য/ক্রিয়াবিশেষণ।
অর্থ:
আমরণ, চিরকাল।
উদাহরণ:
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে , ছি ছি কালা !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৪।১৫]