চলে
বানান বিশ্লেষণ:
চ্+অ+ল্+এ
উচ্চারণ: [cə.le]
[চ.লে]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল
√চল্>বাংলা
√চল্>চলে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √চল্
(গমন করা) +এ।
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ:
গমন করে, যায়।
উদাহরণ:
নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।১৪]