চলি
বানান বিশ্লেষণ: চ্+অ+ল্+ই
উচ্চারণ: [
cə.li] [চ.লি]।   [ə= তীর্যক অ]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ল্ (গমন করা) +ই। অসমাপিকা ক্রিয়া বা সংযোজক ক্রিয়াপদ হিসাবে ব্যবহৃত হয়েছে। এর সাধুরূপ চলিয়া গেল। চলিত রূপ চ'লে গেল। কাব্যে ব্যবহৃত রূপ চলে গেল বা চলি গেল।
পদ: অসমাপিকা ক্রিয়া
অর্থ: গমন করা অসমাপিকা রূপ।
এই অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকায় পরিণত হয় গেল ক্রিয়াপদ দ্বারা। এই বিচারে ক্রিয়াপদটির পূর্ণ রূপ হয়- চলি গেল।
সমার্থক শব্দাবলি: চলিয়া, চলে।

উদাহরণ:  জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৪]