চল
বানান বিশ্লেষণ: চ্+অ+ল্+অ
উচ্চারণ: [
.] [চ.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল চল্>লা চল্>
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ল্ (গমন করা) +অ। (সাধারণ বর্তমানকালের মধ্যম পুরুষে ব্যবহৃত ক্রিয়াপদ)
পদ: ক্রিয়া
অর্থ:
অগ্রসর হও, এগিয়ে যাও, গমন কর।
উদাহরণ:  
  
   
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়নজল   চল সখি চল গৃহকাজে   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৫]