চঞ্চল 
বানান বিশ্লেষণ: চ্+অ+ঞ্+চ্+ল্+অ
উচ্চারণ: [cən.cə.le] [চন্.চ.লে]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত চঞ্চল>বাংলা চঞ্চল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ল্ (গমন করা) +য (যঙ)- চঞ্চল্ (যঙ্‌লুক) +অ (অন), কর্তৃবাচ্য।
পদ: বিশেষণ
অর্থ:
যা স্বাভাবিক অবস্থার বা সুস্থির অবস্থার ব্যাঘাত ঘটিয়ে চিত্তকে আলোড়িত করে।
সমার্থক শব্দাবলি: অস্থির, চকিত, চঞ্চল।
উদাহরণ: