চন্দ্র-উজর
বানান বিশ্লেষণ: চ্+অ+ন্+দ্+র্+অ-উ+জ্+অ+র্+অ
উচ্চারণ: [cən.d̪rə-u.ɟə.rə [ন্.দ্র.-উ.জ.র]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত চন্দ্র>বাংলা চন্দ্র +সংস্কৃত উজ্জ্বল>প্রাকৃত উজ্জল>উজ্জর>বাংলা উজর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ।
অর্থ: চন্দ্রালোকিত, চন্দ্রের আলোকে উজ্জ্বলিত।
উদাহরণ:
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ-'পর  মুরলি বজাওলি না ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬ ৪]