চরাচর
বানান বিশ্লেষণ: চ্+অ+র্+আ+চ্+অ+র্+অ
উচ্চারণ: [cə.ra.cə.] [.মে.লি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত (চরাচর)> বাংলা চরাচর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: স্থাবর ও অস্থাবরে সমন্বিত রূপ।
উদাহরণ: হরখে পুলকিত জগত-চরাচর   দুঁহুক প্রেমরস ভোর  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬
]