চরণ
বানান বিশ্লেষণ: চ্+অ+র্+অ+ণ্+অ
উচ্চারণ: [..] [চ.র.]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস: সংস্কৃত চরণ>বাংলা চরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: চর্ (গমন করা) +অন, করণবাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ: আক্ষরিক অর্থ- যার দ্বারা গমন করা যায়। বিশেষার্থে প্রাণীর স্বাভাবিক চলাচলের অঙ্গ।
সমার্থক শব্দাবলি: পা, পাদ।

চরণে (চরণ +এ)
অর্থ:
পায়ে (স্থানাধিকরণে)। 

উদাহরণ:
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]