দাহিছে
বানান বিশ্লেষণ: দ্+আ+হ্+ই+ছ্+এ
উচ্চারণ: [
a.ɦi.e] [ভা.র]।   [আ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত দাহ>বাংলা দাহ (দহন)>দাহ (নামধাতু) >দাহিছে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দাহ (দহন, নামধাতু) +ইছে=দাহিছে
পদ: ক্রিয়াপদ (ঘটমান বর্তমান)।
অর্থ: দহন করছে।
উদাহরণ: