দারুণ
বানান বিশ্লেষণ:
দ্+আ+র্+উ+ণ্+অ
উচ্চারণ: [d̪a.ru.nə]
[দা.রু.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দারুণ>বাংলা দারুণ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√দারি
{√দৄ
(বিদারণ করা)
+ই
(ণিচ)}
+ উন (উনন্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষণ।
অর্থ: যা স্বাভাবিক দশাকে ধ্বংস করে অসহনীয় দশাকে উপস্থাপিত করে।
সমার্থক শব্দাবলি:
দুঃসহ, নিদারুণ।
উদাহরণ:
দারুণ বাঁশি কাহ বজায়ত সকরুণ রাধা নাম। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৮]
সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৭]
সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৮]
বিদ্যাপতি
দারুণ ঋতুপতি যত দুখ দেল। [পদরত্নাবলী-রবীন্দ্রনাথ ও শ্রীশমজুমদার সম্পাদিত (আনন্দ পাবলিশার্স লিমিটেড, ১৩৯৭)পৃষ্ঠা: ২৪৯।]