দারুণ
বানান বিশ্লেষণ: দ্++র্+উ+ণ্+অ
উচ্চারণ: [a.r
u.nə] [দা.রু.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত দারুণ>বাংলা দারুণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  দারি {দৄ (বিদারণ করা) +ই (ণিচ)} + উন (উনন্), কর্তৃবাচ্য।
পদ: বিশেষণ।
অর্থ: যা স্বাভাবিক দশাকে ধ্বংস করে অসহনীয় দশাকে উপস্থাপিত করে।
সমার্থক শব্দাবলি: দুঃসহ, নিদারুণ।
উদাহরণ:

বিদ্যাপতি