দে
বানান বিশ্লেষণ: দ্+
উচ্চারণ: [e] [দে]।  
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল  Öদি (প্রদান)>বাংলা Öদি>Öদে>দে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öদে (প্রদান)+০
পদ: ক্রিয়া (বর্তমান অনুজ্ঞাবাচক, তুচ্ছার্থ)
অর্থ: কর, প্রদান কর।
উদাহরণ:
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৯]